কে এই Bonus বইয়ের লেখক টিপু সুলতান ?
আপনারা ইতিমধ্যে সকলে কম বেশি Bonus বইয়ের নাম শুনেছেন, যা ইংরেজি শেখার চমৎকার একটি বই। আর এই বই'টি লেখক টিপু সুলতান। যিনি বর্তমানে বেশ আলোচনা সমালোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। কেননা বর্তমানে বাজারে বই মেলাতে তার Bonus বই নতুন করে পাবলিশ হয়েছে। সাথে অনলাইন প্লাটফর্মে ও তিনি দারুণ ভাবে হয়েছেন ভাইরাল।
টিপু সুলতানের বাড়ি খুলনা বিভাগে কুষ্টিয়া জেলায়। ছোট বেলা থেকে তিনি পড়াশোনা অনেক মনোযোগী ছিলেন, সাথে বই লেখা ছিলো তার অনন্য এক প্রতিভা আর সেই প্রতিভা কাজে লাগিয়ে সে বোনাস নামে ইংরেজি ওযার্ড মিনিং শেখার একটি দারুণ বই বের করেন। আর ট্রেন ঘুড়ে ঘুড়ে হকারি করে সেই বই বিক্রয় করতেন সাথে পরবর্তীতে তার পরিচিত বিভিন্ন লাইব্রেরিতে সে বইটি বিক্রয়ের জন্য দিতেন।
তবে সম্প্রতি ২০২৪ একুশে বই মেলা তে তার বই বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে সাথে সে নিজেও ঘুড়ে ঘুড়ে বিভিন্ন পাঠকদের প্রশ্ন করেন তারা উত্তর দিতে পারলে পাচ্ছেন উপহার হিসাবে বই। আর অনেকে প্রশ্নের উত্তর না দিতে পারলে, তিনি তাদের বিভিন্ন সমালোচনা করছেন।
এর মাঝে এক বেসরকারি টিভি চ্যানেলের এক সাংবাদিক তাকে কিছু ইংরেজি প্রশ্ন জিজ্ঞেসা করলে সে প্রশ্নের উত্তর দিতে ব্যার্থ হোন এবং সে ভিডিও ফুটেজ অনলাইনে পাবলিশ হলেই তা খুব সহজে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ফলে তাকে নিয়ে শুরু হয় বিভিন্ন আলোচনা - সমালোচনা। তারপরও তিনি অবশ্য থেকে নেই, সে তার মত ঠিকই বইমেলাতে বই বিক্রয়ে ব্যাস্ত সময় পার করছেন।
আপনারা যদি কেই Bonus বই'টি পড়ে থাকেন, অবশ্যয় কমেন্ট করে জানাবেন বোনাস বইটি কেমন।